Reviews by tag: প্রফেসর আব্দুর রাজ্জাক

একজন ব্যক্তিমানব প্রফেসর আব্দুর রাজ্জাক সাহেব আমাকে খুব নাড়া দিয়ে গেছেন। তাঁর সকল বক্তব্য যে আমি স্বতঃসিদ্ধভাবে মেনে নিয়েছি তা বলবো না কিন্তু একটা মানুষের এতগুলো দিক নিয়ে চিন্তাভাবনা এবং এসবের সকল ব্যাপারেই একটা স্পষ্ট বক্তব্য তৈরী হবার ব্যাপারটা আমাকে মুগ্ধ করেছে। সাহত্যি, সংস্কৃতি, ইতিহাস, সমাজ-ব্যবস্থা, ধর্ম, রাজনীতি প্রতিটি ক্ষেত্রেই তাঁর সমান জ্ঞান থাকার ব্যাপারটা আসলেই অবিশ্বাস্য। বলাই বাহুল্য, এই প্রচুর জ্ঞান লাভ করতে তাঁকে প্রচুর পরিমান পড়াশোনা করতে হয়েছে।